Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেডিট কার্ডে ডলার সীমা লঙ্ঘন, ২৭ ব্যাংককে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ২২:২৯

ঢাকা: ক্রেডিট কার্ড ব্যবহার করে নির্ধারিত সীমার চেয়ে বেশি অর্থ ব্যয় করায় দেশি-বিদেশি ২৭টি ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৭ ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডের গ্রাহক তাদের নির্ধারিত সীমার অতি‌রিক্ত ডলার লেন‌দেন ক‌রায় ব্যাংকগুলোকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) ২৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি অর্থ ব্যয় করার কারণ জানতে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘২৭টি ব্যাংকের গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে নির্ধারিত সীমার বেশি অর্থ লেনদেন করায় আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে জবাব দিতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশি-বিদেশি ২৭টি ব্যাংক এসব কার্ড ইস্যু করেছে। তাদের ইস্যুকৃত ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সীমাতিরিক্ত ব্যয় করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে বিষয়টি বেরিয়ে আসে।’

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একজন ব্যক্তি প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে তা আরও ৫০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা ব্যবহারের বেলায় গ্রাহকদের নির্ধারিত সীমা বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে। এসব গ্রাহকের ক্ষেত্রে সীমার এ নিয়ম মানেনি ব্যাংকগুলো।

সারাবাংলা/জিএস/পিটিএম

ক্রেডিট কার্ড লঙ্ঘন চিঠি বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর