Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলীর তুষারধারা এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে পরে নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বাসার পাশে জমা থাকা পানিতে পড়ে নুসরাত। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা নাজমুল ইসলাম জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে কদমতলীর তুষারধারা আবাসিক এলাকায় একটি বাসার দ্বিতীয় তলায় তারা ভাড়া থাকেন। পাশেই একটি নতুন ভবন হচ্ছে। বাসায় তার স্ত্রী সুমি আক্তার ও তিন মেয়েকে নিয়ে ছিল। হঠাৎ সবার অগোচরে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। এবং পাশের নির্মাণাধীন বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে।

নাজমুল বলেন, ‘বাসায় নুসরাত কে না পেয়ে সুমি দ্রুত নিচে নেমে দেখে নুসরাত পানিতে উপুড় হয়ে পড়ে আছে। পরে তাকে তুলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

বৃষ্টির পানি শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর