Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় দিঠি আনোয়ার, বাবার দাফন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৪

ঢাকা: বাবার মৃত্যু সংবাদ শুনে আমেরিকা থেকে ঢাকা এসে পৌঁছেছেন গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র মেয়ে সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার।

রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ এয়ারপোর্ট থেকে সরাসরি গুলশানের ইউনাইটেড হাসপাতালে আসেন তিনি। এ সময় ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন দিঠি। পরে বাবার মরদেহ দেখার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে মর্গের ভেতরে যান।

এদিন সকালে অসুস্থ বোধ করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর পৌনে ৭টার দিকে গাজী মাজহারুল আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মেয়ে দিঠি আনোয়ার আমেরিকা থাকায় সোমবার (৫ সেপ্টেম্বর) জানাজা শেষে দাফন হওয়ার কথা তার।

দাফনের আগে সোমবার সকালে বারিধারা প্রেসিডেন্ট পার্কের বাসায় নেওয়ার পর সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর এফডিসিতে নেওয়ার পর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর বনানীতে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে কিংবদন্তি এই চলচ্চিত্রজনকে।

আরও পড়ুন:

শহিদ মিনারে মাজহারুল আনোয়ারের মরদেহে রাষ্ট্রীয় শ্রদ্ধা সোমবার

সারাবাংলা/আরএফ/পিটিএম

গাজী মাজহারুল আনোয়ার টপ নিউজ দিঠি আনোয়ার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর