শহিদ মিনারে মাজহারুল আনোয়ারের মরদেহে রাষ্ট্রীয় শ্রদ্ধা সোমবার
৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ২১:২২
ঢাকা: সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানেই তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা (গার্ড অব অনার) জানানো হবে।
রোববার (৪ সেপ্টেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে তার বারিধারা পার্কের বাসায় আনা হবে। সেখান থেকে সকাল ১০টায় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আনুমানিক ১২টা নাগাদ এফডিসিতে নেওয়া হবে। সেখানে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে গাজী মাজহারুল আনোয়ারের মায়ের কবরে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন:
- গাজী মাজহারুল আনোয়ার আর নেই
- বিশ হাজার গানের এক গাজী মাজহারুল আনোয়ার
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ‘মুক্তিযুদ্ধে মাজহারুলের গান ছিল সবচেয়ে অনুপ্রেরণার’
এদিকে, গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র মেয়ে দিঠি আনোয়ার আমেরিকা ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি এদিন বিকেল ৫টার দিকে ঢাকায় পৌঁছেছেন।
এর আগে, সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যারা যান একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট এই সুরকার ও গীতিকার। গাজী মাজহারুল আনোয়ার বিশ হাজারের উপর গান লিখেছেন।
সারাবাংলা/আরএফ/পিটিএম