পুঁজিবাজারে ১১ মাসে সর্বোচ্চ লেনদেন
৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৮
ঢাকা: পুঁজিবাজারে লেনদেনের পালে হাওয়া লেগেছে। প্রায় প্রতিদিনই বাড়ছে লেনদেন। রোববার (৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন ডিএসইতে দুই হাজার ২৯৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এটি আগের ১১ মাসের মধ্যে সর্বোচ্চ আর্থিক লেনদেন। এর আগে ২০২১ সালের ৭ অক্টোবর ডিএসইতে দুই হাজার ৪৯৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওইদিনের পর রোববার ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন হয়েছে। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বাড়লেও মূল্য সংশোধনে সূচক কিছুটা কমেছে।
এদিকে রোববার ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৪৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার ৯৯৩টি শেয়ার ও ইউনিটেরে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেযার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। এদিন ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৪১০ পয়েন্ট উঠে আসে। অন্যদিকে , ডিএসইএ-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৩০৩ পয়েন্টে নেমে আসে।
এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০১টি কোম্পানির ১ কোটি ৭ লাখ ৪৬ হাজার ২১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৩৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৮১ পয়েন্ট নেমে আসে।
সারাবাংলা/জিএস/আইই