Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধে মাজহারুলের গান ছিল সবচেয়ে অনুপ্রেরণার’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:১২

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাজী মাজহারুল আনোয়ারের গান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার গান ছিল আমাদের কাছে সবচেয়ে অনুপ্রেরণার।

রোববার (৪ সেপ্টেম্বর ) গুলশানে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি, শুধু গীতিকার বললে ভুল বলা হবে। একজন সৃজনশীল শিল্পী, যার কলমে সৃষ্টি হয়েছে অসংখ্য অসাধারণ গান, কবিতা।

‘আমি কিছুটা আবেগ আপ্লুত। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি চলে গেছেন আমি ঠিক মেনে নিতে পারছি না। আমরা একজন বিরল ব্যক্তিত্ব, অসাধারণ মেধাবী মানুষকে হারালাম’, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গাজী মাজহারুলের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘পরম করুনাময় আল্লাহতালার কাছে এই দোয়া করি- আল্লাহ যেন তাকে বেহশত নসিব করেন এবং তার পরিবারবর্গ, অসংখ্য গুণগ্রাহী মানুষকে যেন শোক সহ্য করার শক্তি দেন।’

তিনি বলেন, ‘আমরা জানি বিবিসির যে রেকর্ড, সেই রেকর্ডেও তিনি হচ্ছেন সেই মহান শিল্পী, সেই মহান লেখক, গীতিকার। তিনি সবচেয়ে বেশি গান বাংলা ভাষায় লিখেছেন।’

গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অসুস্থ গাজী মাজহারুল আনোয়ারকে বারিধারার বাসা থেকে রোববার সকাল সাড়ে ৬টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। গাজী মাজহারুল আনোয়ার স্ত্রী জোহরা গাজী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে দিঠি আনোয়ার যুক্তরাষ্ট্র থাকেন।

বিজ্ঞাপন

গাজী মাজহারুল ইসলামের মৃত্যু সংবাদের পরপরই উত্তরার বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব। তিনি মরহুমের ছেলে শরফরাজ মেহেদি উৎপলকে সান্তনা দেন।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, বরণ্য শিল্পী গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এমও

গাজী মাজহারুল আনোয়ার টপ নিউজ বিশ হাজার গানের এক গাজী মাজহারুল আনোয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর