স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী, সম্পাদক রাজীব
৪ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৫
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছেন এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক হিসেবে রাজীব আহসানকে মনোনীত করা হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটিতে ১নং সহ-সভাপতি হয়েছেন ইয়াছিন আলী এবং ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আংশিক কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শফিউদ্দিন সেন্টু আর সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন। এখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ওমর ফারুক।
অপরদিকে, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের উত্তর শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুর রহমান মোসাব্বির। এখানে সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
সারাবাংলা/এজেড/এমও