Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা বসে থাকব না, মামলা করব: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২২ ২২:১৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ১০:০৮

ঢাকা: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় মামলা করার হুমকি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুমকি দেন। গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নারায়ণগঞ্জে যিনি রাইফেল নিয়ে পয়েন্ট লাইনে গুলি করেছেন, তাকে সাজা দিতে হবে। যদি না দেন, আমরা বসে থাকব না, বসে নাই। ভোলাতে মামলা করেছি, নারায়ণগঞ্জেও মামলা করব। যতবার আইন ভঙ্গ করে বেআইনিভাবে আমার ভাইদের ওপর অত্যাচার করা হবে, ততবার মামলা করব।’

চাইনিজ রাইফেলে গুলি করার এখতিয়ার পুলিশের আছে কিনা প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে জানতে চাই, গত পরশু নারায়নগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে কী কারণে সরকারের পেটুয়া বাহিনী, লেলিয়ে দেওয়া বাহিনী গুলি করেছে। আমরা পত্র-পত্রিকায় যা দেখছি খুব পরিষ্কারভাবে সাংবাদিক ভাইয়েরা বলেছেন যে, এই গুলি করেছে নারায়নগঞ্জের পুলিশ কনক। পত্রিকায় ছবি দিয়ে ছাপিয়ে দিয়েছে যে, এখানে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেন ডিবির এসআই কনক।’

‘বলা হচ্ছে, এই এসআই কনকের চাইনিজ রাইফেল রাখার কোনো এখতিয়ার ছিল না। তাহলে এই চাইনিজ রাইফেলটা এলো কোত্থেকে? কোন আদেশ বলে সে গুলি করল আমার ভাইকে। পুলিশকে কি সেই এখতিয়ার দেওয়া হয়েছে যে, একজন মানুষ বিনা কারণে পুলিশ গুলি করে হত্যা করবে? সরকারকে অবশ্যই জবাব দিতে হবে’- বলেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার বলতে পারে মামলায় কি হবে? মামলায় হয়, মামলায় খুবই হয়। আজ দেখুন আপনাদের (পুলিশের আইজি) প্রধান আমেরিকায় গেছেন এবং শর্তসাপেক্ষে গেছেন, শর্ত মেনে যেতে হয়েছে। সেখানে তাকে (আইজি বেনজির আহমেদ) বলা হয়েছে যে, জাতিসংঘের ক্যাম্পাসের বাইরে তুমি যেতে পারবে না। একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এটা কত বড় লজ্জার যে, পুলিশ প্রধানকে শর্তসাপেক্ষে ভিসা নিয়ে বিদেশে যেতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আজকের পৃথিবীতে যারাই অত্যচার করেছে, নির্যাতন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের কেউই রক্ষা পায় নাই। কিন্তু এদের তো লজ্জা-শরম নেই। মিথ্যা কথা বলায় ওদের কোনো জুড়ি নাই, গোয়েবেলসকেও হার মানায় ওরা।’

মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ীকমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, শ্যামা ওবায়েদ, কামারুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, আনিসুর রহমান তালুকদার খোকন, মহানগর দক্ষিণের ইশরাক হোসেন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, কৃষক দলের হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ছাত্র দলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, নারায়নগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর