Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফয়সালা হবে আগামী নির্বাচনের ফাইনাল খেলায়— ফখরুলকে কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৭ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৮

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, এখনও আপনাদের সঙ্গে দেশের জনগণ জয়েন করেনি। কোন মুখে বলেন ফয়সালা হবে? ফয়সালা হবে আগামী নির্বাচনের ফাইনাল খেলায়। তখন দেখা যাবে কে হারে কে জিতে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বৈশ্বিক পরিস্থিতির চলমান সংকটের প্রসঙ্গ তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘সারাবিশ্বই অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রথম সরকার প্রধান যিনি বলেছেন, আমাদের মানুষ কষ্টে আছে। তার মানে বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। তারপরও এখানে আন্দোলনের হাঁক ডাক শোনা যায়।’

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন আন্দোলন করতে করতে গলার হাঁক শুকিয়ে যায়, কিন্তু মরা নদীতে জোয়ার আসে না। জোয়ার কি আসবে কখনও?’

তিনি বলেন, ‘রাপজপথে এখন কী চক্রে আছেন আমরা জানি। টেমস নদীর ওপার থেকে দণ্ডিত অর্থপাচারকারী অপরাধী যুবরাজ হাঁকডাক দিচ্ছেন। সেই ডাকে টেমস নদীতে ঢেউ উঠেছে কি না জানি না? তবে পদ্মা-মেঘনা-যমুনায় ঢেউ নেই।’

বিএনপির শুকনো নদীতে জোয়ার আর আসে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘চিৎকার যত পারেন করেন? ফয়সালা হবে আমিও বলছি। ফয়সালা হবে, নির্বাচনে। আগামী নির্বাচনে ফয়সালা হবে। রাপজপথে হুমকি দিয়ে লাশ ফেলতে চান। আপনারা এখন লাশ ফেলার দুষ্টচক্রে আবর্তিত হচ্ছেন। লাশ ফেলে জনগণ থেকে বিচ্ছিন্ন কোন আন্দোলনে ফয়সালা বিরোধীদল করতে পারেনি।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার হটাবেন। জনগণ সাড়া দিক দেখি তারপর। এখনও কোথাও জনগণ সাড়া দেয়নি। জনগণ কারও সাথে মারামারি করে না। আপনাদের আন্দোলন মানেই হচ্ছে নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোঁড়াছুঁড়ি। আপনাদের বিক্ষোভ মানেই হচ্ছে পুলিশের দোষ, পুলিশের উপর হামলা।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল আপনাকে সতর্ক করে দিতে চাই, আপনাদের হাতে রক্তের অনেক দাগ। ২১ হাজার আওয়ামী লীগ কর্মী, আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, এসএম কিবরিয়া এদের রক্তের আপনাদের হাত রঞ্জিত। আমরা আপনাদের কাউকে হত্যা করিনি। হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। হত্যার এটেম্প হয়েছে ২০বার আমাদের নেত্রীর উপর। কিন্তু খালেদা জিয়াকে কেউ মারতে যায়নি, কাকে অপবাদ দেন।’

চট্টগ্রাম থেকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ দাফনের কাহিনীও সবাই জানে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনি নিজে সেক্রেটারি জেনারেল। এই যে চট্টগ্রাম থেকে লাশ চন্দ্রিমাতে আনলেন, জানাজা পড়লেন। জানাজায় কে লাশ দেখেছে? একটা ছবি দেখাতে পারবেন। একটা ছবি আপনার কাছে চাই? মৃত লাশের একটা ছবি দেখান।’

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের টপ নিউজ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর