Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈকতে ভেসে এলো মৃত তিমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৭

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট। অর্ধগলিত তিমিটি সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় জোয়ারের পানিতে সৈকতের ঝাউবাগান পয়েন্টে এটি ভেসে আসে তিমিটি।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে বড় আরও একটি তিমি ভেসে এসেছিলো। তবে ঠিক কি কারণে এসব তিমি মারা যাচ্ছে সেটা বলা যাচ্ছে না। সৈকতে ভেসে আসা মৃত তিমি ও ডলফিনের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। এটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হবে।

সারাবাংলা/এমও

কুয়াকাটা টপ নিউজ তিমি মৃত তিমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর