Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের যুদ্ধ বিমানের বোমা বাংলাদেশ সীমান্তে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৯

বান্দরবান: মিয়ানমার বিমান বাহিনীর ২টি যুদ্ধ বিমান হতে ছোড়া ২টি বোমা বাংলাদেশের সীমান্তের ম‌ধ্যে প‌ড়ে‌ছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় বোমা দুটি পড়ে।

পু‌লিশ ও স্থানীয় সুত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি স্থা‌নে মায়ানমার সীমা‌ন্তের ওপা‌রে বিমানবাহিনীর ২টি যুদ্ধ বিমান এবং ২টি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। এ সময় তা‌দের যুদ্ধ বিমান থেকে প্রায় ৮ থেকে ১০টি বোমা ছোড়া হয়। এছাড়া হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি ফায়ার করতে দেখা যায়। এতে সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ২টি বোমা এসে পড়ে।

বিজ্ঞাপন


এদি‌কে নাইক্ষ্যংছড়ির ১নং ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি মিয়ানমার অং‌শে বিজিপি-২ এর তুমব্রু রাইট ক্যাম্প থেকে চার রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করা হয়।

এখনো মিয়ানমার মুরিঙ্গাঝিরি ক্যাম্প ও তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ার চলমান রয়েছে। ত‌বে এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করেছে।

এ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম তা‌রিক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষ‌য়ে সতর্ক অবস্থায় আছে। সেখানে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ বান্দরবান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর