Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ লাখ টাকা বাঁচতে পারে তিতুমীর কলেজ শিক্ষার্থীর জীবন

তিতুমীর কলেজ করেসপন্ডেট
৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:১০

চাঁন মিয়া, আগের ছবি

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. চাঁন মিয়া। দীর্ঘদিন ধরে হার্টের রোগে আক্রান্ত (হার্টে ছিদ্র, VSD ও ভালভে সমস্যা)। অনার্সে ভর্তির আগে তার ৩টি অপারেশনের দরকার ছিল। পারিবারিক অসচ্ছলতার মাঝেও জায়গা জমি বিক্রি করে দুটি অপারেশন করিয়েছেন। কিন্তু ২০১৮ সালে বাবাকে হারান চাঁন।

ফলে অসুস্থতার মাঝেও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিতুমীর কলেজের এই শিক্ষার্থী। বুকের চিকিৎসা না করিয়ে পড়ালেখা আর সংসারের বোঝা দীর্ঘদিন ধরে বইয়ে বেড়াচ্ছেন তিনি। পারিবারিক অসচ্ছলতায় তার আর চিকিৎসা করানো সম্ভব হয়নি। এদিকে দিনকে দিন যত পার হচ্ছে ততই তার হার্টের ভালভ নষ্ট হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

চাঁন মিয়া বলেন, ‘প্রথম অসুস্থ হলে আমার হার্টে জন্মগত একটি ছিদ্র দেখা দেয়। ডাক্তার তখনই অপারেশন করতে বলেছিলেন। পরে বাবা-মারা যাওয়ার পর অর্থ সংকটের জন্য আর অপারেশন করতে পারিনি। এখন আমার হার্টের সমস্যাটা দিন দিন বেড়ে চলছে। কিছুদিন আগে ময়মনসিংহ মেডিকেলে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বললেন- যতদ্রুত সম্ভব হার্টের অপারেশন করাও। এছাড়া তোমার হার্টের ভালভ নষ্ট হয়ে যাচ্ছে। স্যারকে বললাম স্যার আমার কাছে তো এত টাকা নেই আমি কিভাবে করাব? শুনে ডাক্তার বললেন- কিছুই করার নেই। যদি বাঁচতে চাও চিকিৎসা করাও। না হয় তোমার সমস্যা আরও বেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘অপারেশন করাতে প্রচুর টাকার দরকার। ডাক্তার বলেছেন অপারেশন করাতে প্রায় পাঁচ লাখ টাকা লাগবে। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। কি করব বুঝে উঠতে পারছি না? বাবার পরে আমিও মারা গেলে আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। আমি বাঁচতে চাই। আমি পড়ালেখা করে আমার স্বপ্ন পূরণ করতে চাই। আপনাদের সকলের কাছে আমি মানবিক সহযোগিতা কামনা করছি।’

বিজ্ঞাপন

এদিকে চাঁন মিয়ার ব্যাপারে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এই ব্যাপারে অবহিত হয়েছি। চাঁন মিয়া আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ক্যাম্পাস থেকে যতটুকু সম্ভব সহযোগিতার আশ্বাস দিয়েছি।’

মো. চাঁন মিয়া ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের ২০১৮ ব্যাচের শিক্ষার্থী এবং সরকারি তিতুমীর কলেজের ২০১৮-১৯ সেশনের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া। সহযোগিতায় পাঠাতে যোগাযোগ করুন, চাঁন মিয়া- ০১৭৩১৮৮৯৭৪৮।

সারাবাংলা/এনএসএম/এনএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর