Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত ব‍্যক্তির সই জাল করে জমি আত্মসাতের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৩

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে মৃত ব‍্যক্তির সই জাল করে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডের নওদাগ্রামে।

মৃত তৈইজদ্দীনের ছেলে কুরবান আলীর অভিযোগ তার বড় ভাই নুর ইসলাম ২০১২ সালে মারা গেলেও ২০১৩ সালে আদালতে হাজিরানামায় জাল স্বাক্ষর করিয়ে একই গ্রামের আইনদ্দীন ওই জমি আত্মসাৎ করেছেন।

কুরবান ও তার পরিবার পৈত্রিক সুত্রে ১০০৯ ও ১০১০ দাগে ১৭ শতক জমির মালিক।

এলাকাবাসীর দাবি এক সময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস‍্য ছিলো এই আইনদ্দীন। তার নামে থানায় মামলাও রয়েছে। আইনদ্দীনের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে ভয় পায়।

বিষয়টি সাংবাদিকরা অনুসন্ধানে আইনদ্দীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

সঠিক তদন্তের মাধ্যমে আইনদ্দীনের শাস্তির দাবি কুরবানের পরিবারের।

এ ব্যাপারে কুরবান বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন আহম্মেদ।

সারাবাংলা/একে

জমি আত্মসাৎ ঝিনাইদহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর