Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষকের মৃত্যু

চবি করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৪

চট্টগ্রাম ব্যুরো: সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক আফতাব হোসেন মারা গেছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় দুর্ঘটনায় শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ এস এম জিয়াউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিজের স্কুটি চালিয়ে রাতে চবি শিক্ষক আফতাব হোসেন ক্যাম্পাসে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট ও মদন হাটের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্রাইভেটকার চালক মাসুদ পারভেজকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ এস এম জিয়াউল ইসলাম বলেন, ‘একটি কাজে নিজের স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন তিনি। কাজ শেষ করে রাতে স্কুটিতে করেই ক্যাম্পাসে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট ও মদন হাটের মাঝামাঝি এলাকায় পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে স্কুটিকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাস চালক মাসুদ পারভেজকে পুলিশের কাছে সোপর্দ করেছে। মাইক্রোবাসসহ চালককে হাটহাজারি মডেল থানায় নেওয়া হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/এমও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শিক্ষকের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর