মেহেরপুরে বজ্রপাতে নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৮
২ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৮
মেহেরপুর: জেলার সদর উপজেলায় মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শোলমারি গ্রামের পাঠান পাড়ায় এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বজ্রপাতে নিহতরা হলেন- শোলমারি গ্রামের আলী হোসেনের ছেলে ছোট খোকন (৪০) ও আব্দুস সামাদের ছেলে শাহ আলম (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য গোলাম মর্তুজা মতু জানান, জুমার নামাজের পর থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এর মধ্যে সন্ধ্যার আগে ছোট খোকন ও শাহ আলম বাড়ির পাশে মাঠে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হন। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/পিটিএম