Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় ৯ ফুট বার্মিজ অজগর উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫১

কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৯ ফুট দৈর্ঘ্যর একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে ‘এনিমেল লাভার অফ পটুয়াখালী’ সংগঠনের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের খাজুরা এলাকার কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে এটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়।

এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, গতকাল বিকেলে ওই কৃষক সাপটি জাল ফেলে তার ধান খেত থেকে উদ্ধার করেন। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। ইতিমধ্যে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তারা।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সাপটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এমও

অজগর কুয়াকাটা টপ নিউজ বার্মিজ অজগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর