Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ সিটির ১৭০ পরিচ্ছন্নতাকর্মীকে বাসা বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৭

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণে নবনির্মিত তিনটি ভবনে ১৭০ জন পরিচ্ছন্নতাকর্মীকে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। ১০তলাবিশিষ্ট এই তিন ভবনের আরও ১২০টি বাসাও বরাদ্দ দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে নবনির্মিত দশতলাবিশিষ্ট পরিচ্ছন্নতাকর্মী নিবাস শাপলা, শালুক ও পলাশ-এ থাকার জন্য তাদের মাঝে বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করা হয়।

করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বরাদ্দকৃত বাসাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আজ যে ১৭০ জনের মাঝে বাসা বরাদ্দ দিলাম তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় হলেও তা আসলে প্রধানমন্ত্রীর উপহার। এই বাসা বরাদ্দের যে মূল নীতিমালা বা আইন সেটি নিয়মিত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। কিন্তু জননেত্রী শেখ হাসিনা অনুধাবন করেছেন যে, আমাদের এই বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী হরিজন, মুসলিম, তেলেগু, মানামি সম্প্রদায়ের- যারা নিম্ন আয়ের এবং যাদের কোনও মাথা গোঁজার ঠাঁই নাই। তিনি সিটি করপোরেশনের মাধ্যমে ভবন নির্মাণ করে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এই বাসস্থানের ব্যবস্থা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতায় আপনাদের ঠিকানা করে দিলেন।’

পর্যায়ক্রমে আবাসন সমস্যার সমাধান করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের বাসাগুলো কিছু প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। কিছু ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে আবার কিছু বাসার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। চলমান ভবনগুলোর নির্মাণ শেষ করে আমরা সেগুলোও পর্যায়ক্রমে বরাদ্দ দেব।’

বিজ্ঞাপন

করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল সরদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

ঘর হস্তান্তর পরিচ্ছন্নতাকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর