Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধীদলীয় নেতার পদ থেকে রওশনকে সরিয়ে দিতে স্পিকারের কাছে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ২৩:০০ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৮

ঢাকা: গত বুধবার রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকার পর একদিনের মধ্যে রওশন এরশাদকে বিরোধীদলের নেতার পদ থেকে সরিয়ে সরিয়ে গোলাম মোহাম্মদ কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এ জন্য দলটির কয়েকজন সংসদ সদস্য বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠিও দিয়েছে।

এর আগে বিকেলে জি এম কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় চুন্নু, বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, সালমা ইসলাম, ফখরুল ইমামসহ ৬/৭জন সংসদ সদস্য দলের সিদ্ধান্তের কথা স্পিকারকে জানান। এ ব্যাপারে অনুমোদন দেওয়ার এখতিয়ারর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তবে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনো সিদ্ধান্ত নিলে স্পিকার সাধারণত সেটি অনুমোদন করেন।

সংরক্ষিত আসনসহ সংসদে জাতীয় পার্টির সদস্য সংখ্যা ২৬ জন। এর মধ্যে ২৩ জন জি এম কাদেরের বিষয়ে একমত হয়েছেন।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, বিরোধীদলীয় নেতা অনেকদিন ধরে অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদেও আসতে পারছেন না। এ জন্য সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘পার্টির সংসদীয় দলের বৈঠক করেছি আমরা। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তের কথা স্পিকারকে জানিয়েছি। ওই বৈঠকে ২৬ জন এমপির মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। একজন টেলিফোনে তার সম্মতির কথা জানিয়েছেন।’

রওশন গত কিছুদিন ধরেই অসুস্থ। ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন থাকার পর গত বছর থাইল্যান্ড গিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

ছয়মাস পর গত জুন মাসে দেশে ফিরে সংসদের বাজেট অধিবেশনে যোগ দেন রওশন। ওই সময় রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভা করেন তিনি।

এরপর ৪ জুলাই তিনি আবারও ব্যাংককে যান রওশন এরশাদ।

গতকাল (৩১ আগস্ট) বুধবার বর্তমানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকার একদিনের মধ্যেই জাপার সংসদীয় দল বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি জাতীয় সংসদ জাপা জি এম কাদের বিরোধী দল রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর