খুনি জিয়া ও তার সাঙ্গপাঙ্গরা গুম সংস্কৃতির প্রবর্তক: শেখ পরশ
৩১ আগস্ট ২০২২ ২২:৪৫ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৮
ঢাকা: যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘ইদানিং বিএনপি-জামাত গুম নিয়ে কথা বলছে। গুম সংস্কৃতির প্রবর্তক তো খুনি জিয়া ও তার সাঙ্গোপাঙ্গরা। আমি তার প্রত্যক্ষ সাক্ষী। আমি ও আমার পরিবারের সদস্যদের বর্ডারে এগিয়ে দিয়ে আসার সময় আমার চাচির মেজো ভাই বাচ্চু মামাকে কর্নেল শাহরিয়ার তুলে নিয়ে যান। তাকে আর ফিরে পাওয়া যায়নি। ’
বুধবার (৩১ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কোরআন খতম, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ‘গুমের রাজনীতি শুরু হয় ৭৫-এর মর্মন্তুদ হত্যাকাণ্ডের পর থেকেই, আমি তার জ্বলন্ত উদাহরণ। এখন তারা আবার গুমের কথা বলে। তাদের নেতাকর্মীদের দেখা যায়, কিছুদিন কোথাও গা ঢাকা দিয়ে থাকে আবার হঠাৎ করে উদয় হয়। এখন তারা আবার এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তারা ২০০১-২০০৬ সালে আমাদের কত নেতাকর্মীকে গুম, হত্যা করেছেন তার হিসাব নিয়ে দেখেন তারপরে কথা বলেন।’
পরশ বলেন, ‘শেখ হাসিনা সরকারের কাউকে গুম করার দরকার পড়ে না। কেন গুম করবে শেখ হাসিনা সরকার? শেখ হাসিনা সরকার মানুষের অধিকারে বিশ্বাস করে এবং অধিকার নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ সারাজীবন সংগ্রাম করে আসছে। আমাদের কোনো গুমের রাজনীতি করার প্রয়োজন হয় না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিই করি।’
সারাবাংলা/একে