Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে কি না— তদন্তের দাবি হারুনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ২১:৩১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সত্যিই চক্রান্ত হচ্ছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

গতকাল বুধবার সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে। অর্থের বিনিময়ে সরকারি দলের লোকজনও এই চক্রান্তের সঙ্গে জড়িত।

আবুল কালাম আজাদের ওই বক্তব্য উদ্ধৃত করে হারুন বলেন, ‘আমি নিজ কানে শুনেছি সরকারি দলের একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছেন। তিনি এই বিষয়ে স্পষ্ট জানতে চান। এটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।’

আসলেই এ ধরনের চক্রান্ত হচ্ছে কি না, কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তা বের করতে গভীরভাবে তদন্ত করার দাবি জানান হারুন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে সুষ্পষ্ট বক্তব্যও দাবি করেন।

তিনি বলেন, ‘যারা গুম হয়েছে, তারা কি আইনের আশ্রয় পাবে না? যারা আন্দোলন সংগ্রামে গুলিতে মারা যাচ্ছে তা এক জিনিস আর গুম সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। সরকারি দল বলছে, দেশ উন্নয়নের মহাসড়কে চলছে।’

তিনি প্রশ্ন রাখেন, দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা এগুলো কি কমেছে? নির্বাচন ব্যবস্থার কি উন্নয়ন হয়েছে?

বিএনপির সংসদ সদস্য হারুন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যাদের দায়িত্ব দিয়েছেন তাদের সংযত হয়ে কথা বলতে বলুন।’

তিনি ইভিএম নিয়ে নির্বাচন কমিশনাদের বক্তব্যের সমালোচনা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত নভেম্বরে তাঁর নির্বাচনী এলাকায় ইভিএমে যে পৌরসভা নির্বাচন হয়েছে সেখানে ভোট ডাকাতি হয়েছে। যদি নির্বাচন কমিশন প্রমাণ করতে পারে যে ডাকাতি হয়নি তাহলে যে জরিমানা করবে তা তিনি দেবেন।

হারুন বলেন, ‘ভারত বাংলাদেশকে পানিতে মারছে। তারা এ দেশের বন্দর ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশকে ট্রানজিট দিচ্ছে না। প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে ভারতের আনুগত্যের জন্য নয়, এটি নিশ্চিত করতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ প্রধানমন্ত্রী বিএনপি’র হারুন শেখ হাসিনা সংসদ সদস্য হারুনুর রশীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর