Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে সশস্ত্র ২ গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৪

রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলায় আঞ্চলিক সশস্ত্র দুই গ্রুপের মধ্যে দফায় দফায গোলাগুলির ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেল থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চিৎমরম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড এলাকার বামনীপাড়া ও চিৎমরম বাজারের পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বুধবার বিকেল থেকে জেএসএস (সন্তু) সমর্থিত সশস্ত্র সন্ত্রাসী এবং মগ পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর হতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

চিৎমরমের অধিবাসী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী বৃহস্পতিবার সকালে বলেন, ‘আমরা চিৎমরমবাসী আতঙ্কের মধ্যে রয়েছি। জেএসএসের (সন্তু) সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ও মগ পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গতকাল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত থেমে থেমে গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় চিৎমরম অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

সারাবাংলা/পিটিএম

কাপ্তাই গোলাগুলি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর