Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতায় এলে জিয়া হত্যা তদন্তে কমিশন গঠন করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৭

ঢাকা: আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনা তদন্তে নতুন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ ঘোষণা দেন। দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি শীর্ষ নেতাদের নিয়ে জিয়ার কবরে যান মির্জা ফখরুল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যদি ক্ষমতায় আসি একটা নতুন কমিশন গঠন করব। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করব। আমরা জানতে চাই, কারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘আন্দোলনকে নস্যাৎ করবার জন্য ক্ষমতাসীনদের সন্ত্রাসী বাহিনী ও সরকারের পুলিশের পেটুয়া বাহিনীর হামলায় সারাদেশের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজও নারায়ণগঞ্জের ফতুল্লাতে একজন নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি করছি।’

‘একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই, এভাবে হত্যা করে, গুম করে, হামলা করে জনগণের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাবার যে আন্দোলন- সেই আন্দোলনকে কখনোই দমন করা যাবে না। জনগণের বিজয় চলছে, চলতে থাকবে’- বলেন মির্জা ফখরুল।

এর আগে, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শ্যামা ওবাযেদ, আবদুস সালাম আজাদ, জহির উদ্দিন স্বপন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, রুমিন ফারহানা, শাম্মী আখতার, সাইফুল আলম নিরব, কাদের গনি চৌধুরী, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, মহানগর বিএনপির রফিকুল হক, রফিকুল আলম মজনু, যুব দলের সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর