Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় বিদেশি মদসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ১৬:০০

বেনাপোল: যশোরের শার্শায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানায় কর্মরত এসআই সুমন সরকার সংগীয় ফোর্সসহ কামারবাড়ি মোড়ে চেকপোস্টে ডিউটি করার সময়ে ১টি ইজিবাইকে থাকা সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করেন। এসময় তাদের ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

বিদেশি মদ ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর