বিএনপি গণ্ডগোল করে আরও লাশ ফেলতে চায়: তথ্যমন্ত্রী
১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৫
ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সারাদেশে গণ্ডগোল করার পরিকল্পনা করে নানা কর্মসূচি সাজিয়েছে। সে কারণে সারাদেশে তারা পুলিশের ওপর হামলা করছে, পথচারীদের ওপর হামলা করছে। তার আরও লাশ ফেলতে চায়।
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মানুষের সম্পত্তির উপর হামলা পরিচালনা করছে। অর্থাৎ ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যে কাজগুলো করেছিল, সেটির নতুন সংস্করণ তারা শুরু করেছে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য।’
আমি নারায়ণগঞ্জে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সেখানে পুলিশ, জেলা প্রশাসন কিংবা সিটি করপোরেশনের অনুমতি ছাড়া বিএনপি সেখানে রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল। পুলিশ তাদের রাস্তা বন্ধ করে সমাবেশ না করে দলীয় কার্যালয়ে সমাবেশ করার জন্য বলেছিল। সেটি তারা না শুনে রাস্তা বন্ধ করে দেয় এবং পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ বক্স ভাঙচুর করে। পুলিশ আত্মরক্ষার্থে সেখানে টিয়ারগ্যাস ছুঁড়েছে এবং লাঠিচার্জ করেছে। এভাবেই সেখানে ভেন্ডালিজম (ধ্বংসাত্মক কার্যক্রম) করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারা গণ্ডগোল করে সারাদেশে আরও লাশ ফেলতে চায়।’
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাস্তব সত্য হচ্ছে, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানিদের চর হিসেবে কাজ করেছেন।’
সারাবাংলা/জেআর/এমও