Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক মামলায় গোল্ডেন মনিরের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৪:০১

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডা থানার দায়ের করা মাদক আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। এর ফলে মামলাটির অনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২ নভেম্বর মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাউদ্দিন হাওলাদার এ তথ্য জানান।

২০২১ সালের ২৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মাদক ও অস্ত্র  আইনের মামলায় পৃথক চার্জশিট দাখিল করেন।

২০১৯ সালের ২০ নভেম্বর গভীর রাতে মনিরের বাড্ডার বনশ্রীর বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরে ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টার অভিযান শেষে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে ২টি বিলাসবহুল গাড়ি। যার প্রতিটির মূল্য ৩ কোটি টাকা।

সারাবাংলা/এআই/এমও

গোল্ডেন মনির চার্জগঠন মাদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর