Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে অটোরিকশাচালককে হত্যা: ২ ভাইয়ের ফাঁসির আদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২২ ২৩:২৭

রংপুর: জেলার গঙ্গাচড়ায় অটোরিকশাচালককে হত্যার ঘটনায় সফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম নামের দুই ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছে।

আসামিরা রংপুরের সদর উপজেলার গোকলপুর ধনিপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সরকার পক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার নেকিরহাট গ্রামের আব্দুল হকের ছেলে অটোরিকশাচালক আবুল কালাম আজাদকে ২০১৬ সালের ২৪ আগস্ট গঙ্গাচড়া উপজেলার খলেয়া নামক স্থানের কথা বলে ভাড়া নেন চার যাত্রী। এরপর রাস্তার পাশে অটোরিকশাচালক অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সেখানেই লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

পর দিন লাশ উদ্ধারের পর নিহতের মা মোখলেসেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ সফিকুল ও সাইফুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। পরে দুজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দুই ভাইকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আইনজীবী নয়নুর রহমান টফি জানান, সাক্ষ্য প্রমাণে বাদীপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। দুই আসামির ফাঁসির আদেশ দেওয়ায় রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট। দুই আসামি গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়। এরপর থেকেই তারা পলাতক। গ্রেফতার হওয়ার দিন থেকে রায় কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

এদিকে, আসামিপক্ষের আইনজীবী আলাউদ্দিন আলমগীর জানান, তারা এই রায়ে সন্তুষ্ট নন। উচ্চ আদালতে আপিল করবেন তারা।

সারাবাংলা/পিটিএম

ফাঁসির আদেশ রায়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর