Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএস বাংলায় চেপে সিলেট গেলেন জার্মান রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২২ ২০:১৯

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার স্ত্রীসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে গেছেন।

বুধবার (৩১ আগস্ট) এয়ারলাইন্সটির একটি উড়োজাহাজে করে সিলেট যান তিনি। এর আগে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদূতকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক- কাস্টমার সার্ভিস একেএম জুনাইদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা যায়, বুধবার বিএস-৫৩১ ফ্লাইটে রাষ্ট্রদূত সকাল ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন এবং সকাল ৯টায় সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

রাষ্ট্রদূত ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে পছন্দ করায় এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সারাবাংলা/এসজে/পিটিএম

ইউএস-বাংলা জার্মান রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর