কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২২ ১৪:৩৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২২ ১৫:৫৯
৩১ আগস্ট ২০২২ ১৪:৩৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২২ ১৫:৫৯
কক্সবাজার: কক্সবাজার জেলা শহরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। মৃত তানভীর আহমদ (১৪) স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তানভীর শহরের পাহাড়তলী এলাকার মাওলানা আব্দুর রহিমের ছেলে।
তানভীরের পরিবার জানায়, জ্বরে আক্রান্ত হলে গত শুক্রবার তানভীরকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে আইসিও’তে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আড়াইটার দিকে তানভীর মারা যায়।
এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক জানান, তানভীর আহমদ ডেঙ্গুতে আক্রান্ত ছিল।
সারাবাংলা/এনএস