চুয়াডাঙ্গায় ১২০ ছাত্রীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ
৩১ আগস্ট ২০২২ ০০:০০ | আপডেট: ৩১ আগস্ট ২০২২ ০০:০১
চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত অর্থ দিয়ে কেনা বাইসাইকেলগুলো মঙ্গলবার (৩০ আগস্ট) ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইসহ ১২০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন।
জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তূজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উথলী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
সারাবাংলা/পিটিএম