Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমেরিকার পরবর্তী নির্বাচন অবধি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২২ ১৭:২০ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ ১৯:২৫

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে দেশবাসীকে আবারো সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধ আমেরিকা এতো তাড়াতাড়ি থামতে দেবে না। আমেরিকার পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। এটা হলো বাস্তবতা এবং এতে পৃথিবী আরও ভয়াবহ অবস্থায় পড়বে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য মজুদ থাকার পর আমদানি করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা রাশিয়া থেকে গম কিনছি। সার কিনছি, অন্যান্য জায়গা থেকে কিনছি। ইতোমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। যেখানে যেটা পাওয়া যাচ্ছে যত দাম হোক আমরা কিনে ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, আমি খালি বলব, অপচয় রোধ করতে হবে। সীমিত করতে হবে সবকিছুর ব্যবহার। সকলকে সঞ্চয় করতে হবে, সাশ্রয়ী হতে হবে।

বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, তার জন্য নিজের মাটিতে নিজের খাদ্য উৎপাদন করে নিজেদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের নেতাকর্মী, গ্রামেগঞ্জে যার যত জমি আছে সবাই যে যা পারেন একটা ফল গাছ লাগান, একটা তরকারির গাছ লাগান, চাষ করেন, কিছু উৎপাদন করেন- যাতে আমরা কোন বিপদে না পড়ি বরং মানুষকে আমরা সাহায্য দিতে পারি।

আর্তমানবতার সেবায় আওয়ামী লীগ সরকার সবসময় উদার দাবি করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে বন্যায় কী লাগবে। বাচ্চারা সেখানে খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে তার ব্যবস্থা ইতোমধ্যে করতে বলেছি। আমরা তাদের রিলিফ পাঠাব। আমরা যুদ্ধে জয়ী হয়েছি। কাজেই আমরা সেই হিসাবেই তো আমাদের তাদের প্রতি দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা এটা আমাদের শিখিয়েছেন। আর্তমানবতার পাশে আছি।

বিজ্ঞাপন

আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিত্তশালীদের শুধু নিজেরা খেয়ে-পরে ভালো থাকলে চলবে না, আশেপাশে কারা কষ্টে আছে, তাদের দিকে তাকান, তাদের সাহায্য করেন। এটাই আওয়ামী লীগের শিক্ষা। এটাই জাতির পিতার শিক্ষা। তিনি সারাজীবন উৎসর্গ করেছেন নিজের জীবনকে বলেও মনে করেন আওয়ামী লীগ সভাপতি।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে স্মরণ সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ উত্তরে সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সহ-সভাপতি সাদেক খান, আব্দুল কাদের খান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনআর/আইই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর