Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের ৫ টাকা দাম কমিয়ে তামাশা করেছে সরকার: বাম জোট

স্পেশাল করসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২২ ১৬:৫৪

ঢাকা: ডিজেলের দাম মাত্র পাঁচ টাকা কমিয়ে ১০৯ টাকা করাকে জনগণের সঙ্গে তামাশা অভিহিত করেছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে দ্রুত দাম বাড়ানোর পূর্বকালীন সময়ের দাম নির্ধারণ করার দাবি জানিয়েছেন জোট নেতারা।

মঙ্গলবার (৩০ আগস্ট) গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সই করা এক যৌথ বিবৃতিতে নেতারা এই দাবি জানান। নেতারা বলেন, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির পর এবার ৫ টাকা দাম কমিয়ে সরকার তামাশা করেছে।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব বাজারে দাম বৃদ্ধি, বিপিসির লোকসান এবং তেল পাচারের কথা বলে সরকার গত ৫ আগস্ট জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটিয়েছিল। এর সঙ্গে পাল্লা দিয়ে বাসসহ পরিবহন ভাড়া বাড়ানো হয়। একারণে দ্রব্যমূল্য বাড়ানো হয়েছিল। বাম গণতান্ত্রিক জোট এর বিরোধিতা করে যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করে দিয়েছিল দুর্নীতি, লুটপাট বন্ধ করলে তেলের মূল্যবৃদ্ধি না করেই পূর্বের দামেই বিক্রি করা সম্ভব। বিশ্ব বাজারে তেলের দাম নিম্নমুখী এবং বিপিসির আর্থিক হিসাবের অসঙ্গতি (যা সংসদীয় কমিটি বলেছে) দূর করলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রয়োজন নেই। তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে জনগণের নৈতিক সমর্থন প্রমাণ করেছে জনগণ এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি মানে না।

জনমনের অসন্তোষকে প্রশমিত করার নামে গতকাল ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর যে ঘোষণা সরকার দিয়েছে তা জনগণের সঙ্গে তামাশা এবং ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধির নতুন পাঁয়তারা বলে অভিহিত করে জোট নেতারা ওই বিবৃতিতে বলেন, এই মূল্য কমানোর কারণে প্রকৃত অর্থে পরিবহনের ভাড়া কমবে না, অন্যান্য ক্ষেত্রেও বর্ধিত মূল্যও কমবে না। তার ফলে পরিবহন মালিক ও অন্যান্যদের আয় কমবে না বরং সরকারের রাজস্ব কমবে মাত্র। তাই জ্বালানি তেল বিশেষত ডিজেল যা পরিবহন, কৃষি, বিদ্যুৎ ও শিল্পখাতে ব্যবহৃত হয় তার দাম কমিয়ে পূর্বের মতো ৮০ টাকা নির্ধারণ করার দাবি জানান।

বিজ্ঞাপন

ওই যৌথ বিবৃতিতে আরও সই করেন— সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের (মাকর্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (মাকর্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এবং সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

বাম গণতান্ত্রিক জোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর