মোটরসাইকেল খাদে, সড়কে প্রাণ ঝরল দুই বন্ধুর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২২ ১৩:২০ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ ১৩:২২
৩০ আগস্ট ২০২২ ১৩:২০ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ ১৩:২২
গোপালগঞ্জ: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘতনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের বাবলু শেখের ছেলে তরিকুল ইসলাম ও কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বলেন, তরিকুল, অপুর্ব ও আরেক বন্ধু মোটরসাইকেলে চড়ে কোটালিপাড়া উপজেলা থেকে গোপালগঞ্জ ফিরছিলেন। গোলাবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তরিকুল নিহত হন। স্থানীয়রা অপুর্ব এবং আরেকনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপূর্বকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এসএসএ