বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য: তথ্যমন্ত্রী
৩০ আগস্ট ২০২২ ১২:৫৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ ১৫:১৭
নাটোর: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে নাটোর টিভি উপকেন্দ্রের সম্প্রচার ও নিয়ন্ত্রণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর নেতা শফিকুর রহমানের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে থাকা না থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে মির্জা ফখরুল প্রমাণ করেছেন বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য। তাদের ঐক্য সব সময় আছে থাকবে।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি দিনের পর দিন অবরোধের নামে মানুষকে অবরুদ্ধ করে মানবাধিকার লঙ্ঘন করেছিল। এখন যদি বিএনপি আবার সেই পথে হাঁটে তাহলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তাদের সেই কাজ করার আর সুযোগ দেবে না। রাজনীতির নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের প্রতিহত করা হবে।’
এসময় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,বিটিভির নাটোর উপ কেন্দ্রের ইনচার্জ প্রকৌশলী বিলাস কুমার সরকার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও