Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ২৩:৫১ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ ২৩:৫৪

ঢাকা: সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল-২০২২ সংশোধিত আকারে পাস হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

দেশে বেসরকারি পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান রেখে এ বিলটি পাস করা হয়। বিলে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপন পরিচালনা, চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য প্রয়োজনীয় বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ এবং গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

সারাবাংলা/পিটিএম

বিল পাস মেডিকেল ও ডেন্টাল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর