Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে তালাক দেওয়া শুরু করেছে: নানক

জাবি করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ২২:৩৫

ঢাকা (সাভার): আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যায় জড়িত। সেটি বিদেশি সাংবাদিকরা পরিষ্কার করে বলেছেন। খুনি ডালিম একবার সাক্ষাৎকারে বলেছে, জিয়া হত্যাকাণ্ডে জড়িত ছিল। কিভাবে সে জড়িত ছিল সেটি বলে দিয়েছে। জিয়া খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছে। সেই ভাষণ শুনলে আমাদের পেটানো হতো। ওরা বাংলাদেশের স্বাধীনতাকে ভয় পায়। ওরা ভাবতে পারেনি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে।’

তিনি আরও বলেন, ‘ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। আপনাদের প্রতিষ্ঠাতা সামরিক উর্দি পরা জিয়াউর রহমান। হ্যাঁ-না ভোটের আয়োজন করে যে নির্বাচনে কাউকে ভোট দিতে হয়নি। আর পরের নির্বাচন তো সবাই জানে, ১০টা হোন্ডা আর ২০টা গুণ্ডার নির্বাচন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম এই সদস্য বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, জনগণ রাস্তায় নেমেছে। আমরা নাকি ভয়ে তটস্থ! জনগণ কোথায় নেমেছে? ১০ জনকে জনগণ বলবেন? ৫০ জনকে জনগণ বলবেন? কেবল শুরু। একেকটি দল আপনাদেরকে তালাক দেওয়া শুরু করেছে। এরপর আপনাদের দলের ভেতর থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি খুনি খালেদা জিয়া ও পলাতক তারেক রহমানকেও তালাক দেবেন। তখন দিশা পাবেন না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ব‘ঙ্গবন্ধুর কারণেই আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তিনি না থাকলে এটা কখনোই সম্ভব হতো না।’

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। আলোচনা সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি শাখা ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ টপ নিউজ নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর