Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক

সারাবাংলা ডেস্ক
২৯ আগস্ট ২০২২ ২১:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

সোমবার (২৯ আগস্ট) সকালে ব্যাংকটির মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে মীরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন স্কুল প্রাঙ্গনে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মির, শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, উপ ব্যবস্থাপক জিয়াউল হক জিল্লু, অভিভাবক সদস্য দিদারুল আলম ও ইকবাল বাহার চৌধুরী।

এর আগে, মীরসরাই কলেজ এবং এস রহমান আইডিয়াল স্কুলেও একই কর্মসূচি পালন করে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

সারাবাংলা/আরডি/এমও

চারা বিতরণ বৃক্ষরোপণ শাহজালাল ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর