Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ১৯:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দু’জন আপন বোন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার (২৮ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানার চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার নূর সাফা (৩৫) ও নূর ফাতেমা (২৮) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বার্মা কলোনির একটি বাসায় ভাড়া থাকেন। তাদের বাবার নাম মৃত নাজির হোসেন।

অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সারাবাংলাকে জানান, ইয়াবা বিক্রির জন্য দুই বোন রেলস্টেশনে এসেছিলেন। ক্রেতার কাছে হস্তান্তরের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা টিম গিয়ে তাদের আটক করে। এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে এক হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দু’জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসআই সোহেল রানা বলেন, ‘দুই জনই জন্মসূত্রে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। ২০-২৫ বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজার হয়ে চট্টগ্রামের চন্দনাইশে আসেন পরিবারের সঙ্গে। বার্মা কলোনিতে ভাড়ায় থাকে। মিয়ানমারে থাকা তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে।’

সারাবাংলা/আরডি/এমও

ইয়াবা মিয়ানমার রোহিঙ্গা নারী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর