Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলমাকান্দা উপজেলা বিএনপির ৬১ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ১৭:১৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ ১৯:০৮

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের দলীয় সমাবেশে হামলার অভিযোগের মামলায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিএনপির ৬১ জন নেতা কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, আইনজীবী কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, মনিরুজ্জামান আসাদ, শহিদুল ইসলাম সপু, মাকছুদ উল্লাহ, একেএম খলিল উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারের পাশে গত ২৪ আগস্ট ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগে স্থানীয় বিএনপির ৬৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন গত ২৫ আগস্ট কলমাকান্দা জানায় এ মামলা দায়ের করেন।

আসামিদের মধ্যে খারনৈ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, কলি আক্তার, খারনৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্কাস আলীসহ ৬১ নেতা কর্মীকে হাইকোর্ট ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তাদের আগামী এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

সারাবাংলা/কেআইএফ/একে

আগাম জামিন বিএনপি হাইকোর্ট

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর