বগুড়ায় ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত
২৯ আগস্ট ২০২২ ০৯:৫৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ ১০:০০
বগুড়া: ট্রাকচাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) রাত ৮ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিকাশ চন্দ্র কক্সবাজারে ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, এএসআই বিকাশ চন্দ্র সরকার তার সাবেক কর্মস্থল চাপাইনবাবগঞ্জ জেলায় সাক্ষী দিতে যান। আদালতে সাক্ষী দিয়ে তিনি বগুড়া শহরের বাসায় ফিরছিলেন। রোববার রাত ৮টার দিকে তাকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশা বগুড়া সদরের এরুলিয়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এসএসআই বিকাশের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/এসএসএ