Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২৩:৪৭

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস। রোববার (২৮ আগস্ট) বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটসকে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। তারা আশাবাদ প্রকাশ করেন, আগামী দিনে বন্ধু প্রতিম দু’টি দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক।’

ব্র্যাডলি কোটস জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

উন্নয়ন কানাডা বাংলাদেশের উন্নয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর