Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ভারতের ৯ কোম্পানি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২২:০২

ঢাকা: বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ভারতের নয় কোম্পানি। প্রতিষ্ঠানগুলো নিত্যপণ্য, পরিবহনখাত, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। ইতোমধ্যে কোম্পানিগুলোর সঙ্গে প্রাথমিক চুক্তি সই হয়েছে এবং বাংলাদেশের নিটল গ্রুপের সঙ্গে ৩০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি করেছে।

রোববার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান। বিডার কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নিটল-নীলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীসহ একটি প্রতিনিধিদল ভারতের রাজস্থানের রাজধানীর জয়পুর সফর করেন। এই প্রতিনিধিদলে বিডার নির্বাহী চেয়ারম্যানও ছিলেন। ভারতের ব্যবসায়ীদের সঙ্গে গত ২৩ আগস্ট তাদের মূল সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ আগ্রহের কথা জানান।’

তিনি বলেন, ‘ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্নখাতে বিপুল পরিমাণ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভারতীয় নয়টি কোম্পানি ইওআই (এক্সপ্রেশন অব ইনটারেস্ট বা আগ্রহ ব্যক্ত) সই করেছে। ভারতীয় বিনিয়োগের পরিমাণ হবে ৮০০ কোটি টাকার উপরে। এর মধ্যে নিটল-নীলয় গ্রুপের সঙ্গে টিভিএস, থ্রি হুইলার কার্গো এবং মাস্টার্ড ওয়েল যৌথভাবে বিনিয়োগ চুক্তি সই করে। এছাড়াও বিজয় এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি সই হয়।’

বিজ্ঞাপন

সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। এর আগে এই চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সঙ্গে কনফেডারেশন অব ইনডিয়ান ইন্ডাস্ট্রিজের সঙ্গে সভা রয়েছে। এর ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।’

সংবাদ সম্মেলনে আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রফতানি হয়। এটাকে তিন বিলিয়ন ডলারে উন্নীত করা গেলে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমে আসবে।’

সারাবাংলা/পিটিএম

৮০০ কোটি টপ নিউজ বাংলাদেশ বিনিয়োগ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর