Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পুলিশকে নজরদারিতে রাখতে মাদক বিক্রেতার সিসি ক্যামেরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২১:৫৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ ০৯:৪৬

সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে এই সিসি ক্যামেরা লাগিয়েছেন জাফর, ছবি: সারাবাংলা

বান্দরবান: ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বি‌ভিন্ন ধর‌নের মাদক ব্যবসা নিরাপ‌দে চালা‌নোর জন‌্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজরদারী করতে প্রধান সড়‌কের বি‌ভিন্ন বৈদ‌্যু‌তিক খুঁটিতে সি‌সি ক‌্যা‌মেরা লাগ‌া‌নোর অভিযোগ জেলা শহরের আর্মি পাড়ার বা‌সিন্দা ‌মো. জাফ‌রের বিরু‌দ্ধে। এক সময় ফেন‌সি‌ডি‌ল বিক্রি করতেন তিনি। ক‌য়েকব‌ার পুলিশের কা‌ছে ফেন‌সি‌ডিলসহ ধরাও প‌ড়েন। তাই স্থানীয়‌দের কা‌ছে তিনি ডাইল জাফর না‌মেও প‌রি‌চিত।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, আগে ফেন‌সি‌ডিল ব‌্যবসা কর‌লেও বর্তমা‌নে নিজ বাসা‌তেই গোপ‌নে ইয়াবা বিক্রি করে যা‌চ্ছেন জাফর। আর পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করার জন্য তা‌দের ওপর নজ‌রে রাখ‌তে ক‌য়েকবছর ধ‌রে নি‌জের ঘ‌রের বাহিরে ছাড়াও শহরের প্রধান সড়‌কে সি‌সি ক‌্যা‌মেরা লা‌গান তিনি। এতে করে ঘ‌রে ব‌সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর গতিবিধির ওপর নজ‌রে রাখ‌ছেন জাফর। আর এ কার‌ণে পু‌লিশ ও মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষরা তা‌কে ধর‌তে পার‌ছে না।

বিজ্ঞাপন

এভা‌বেই প্রশাস‌ন ও পুলিশের চোখ‌ ফাঁকি দি‌য়ে কোনো ব‌্যবসা না করার পরও গোপ‌নে অবৈধ মাদক ব্যবসা চালিয়েই জাফর কয়েকটি গাড়ি, জমি ও নগদ টাকাসহ কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

স‌রেজ‌মি‌নে ঘু‌রে দেখা ‌গে‌ছে, আর্মি পাড়ায় তার বাসার আশেপাশে এবং বা‌ড়ি থে‌কে ২০০ গজ দূ‌রের বিভিন্ন অলিতে গলিতে ও লোকসমাগম হয় এমন স্থা‌নে বসানো হয়েছে প্রায়‌ ৬টিও বে‌শি সিসিটিভি ক্যামেরা।

আর্মি পাড়ার বাসিন্দা মো. শাহ আলম, আব্দুল জলিল, সেন্টু মিয়া ও মো. আবুল বাসারসহ আরও অনেকে জানান, মাদক বিক্রেতা জাফরের কারণে পুরো পাড়ার লোকজন অতিষ্ট। তিনি ক‌য়েক বছর ধরে বাসায় বসে ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধর‌নের মাদক বিক্রি করেছেন। এতে করে পাড়ার সুনাম নষ্ট হচ্ছে। এছাড়া সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টেজ নি‌য়ে বি‌ভিন্ন সময় এলাকার মানুষ‌কেও ভয়ভীতি প্রর্দশন ক‌রছেন। তার এমন কা‌জের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন তারা।

ত‌বে এসব অভিযোগ অস্বীকার ক‌রে‌ছেন মো. জাফর। তি‌নি ব‌লেন, ‘আমার বেশ ক‌য়েক‌টি গাড়ি আছে, সেগু‌লো এবং পাড়ার সাধারণ ম‌ানুষের বা‌ড়ি‌ চু‌রির হাত থে‌কে রক্ষা কর‌তেই এই সিসিটিভি ক্যামোরাগুলো লাগিয়েছি। আর সি‌সি ক‌্যা‌মেরাগুলো লাগা‌তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর অনুম‌তিও নিয়েছি।’

এ বিষ‌য়ে বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তা‌রিক বলেন, ‘বিষয়টি জানলাম। এটি গুরুত্ব সহকারে খোঁজ নি‌য়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এনএস

পুলিশকে নজরদারি বান্দরবান মাদক বিক্রেতার সিসি ক্যামেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর