Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গজারিয়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২০:৪৮

মুন্সীগঞ্জ: গজারিয়ায় উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হামলা, মারপিট, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৮ আগস্ট) সকালে উপজেলার দড়িবাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার জন্য বিএনপি ও আ.লীগ পরস্পরকে দোষারোপ করেছে।

আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মানিক প্রধান সাদ্দামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহদী ইসলাম বাবু, যুবদল কর্মী শাহ আলী ও আমিনুল ইসলামসহ বাকীদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো হতাহতের তথ্য তার জানা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা। তারা দড়ি বাউশিয়া এলাকায় এলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সূত্রপাত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ দাবি করেন, সকাল সাড়ে ১০টার দিকে বাউশিয়া ইউনিয়নের পূর্ব নয়াকান্দি গ্রাম থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি দাসকান্দি বাজারে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বাড়ি ফেরার উদ্দেশে রওয়ানা দেয়। তারা দড়ি বাউশিয়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

তিনি বলেন, ‘পরিকল্পনা করেই আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েই শান্তিপূর্ণ মিছিল করেছি।’

বিজ্ঞাপন

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন, ‘বিএনপি-জামায়াত জোট যাতে বিক্ষোভ মিছিলের আড়ালে কোনো নাশকতা করতে না পারে সেজন্য দড়ি বাউশিয়া এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলো আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিনা উসকানিতে বিএনপি নেতাকর্মীরা সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়।

সারাবাংলা/এমও

আ.লীগ-বিএনপি আ.লীগ-বিএনপির সংঘর্ষ গজারিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর