সমঝোতায় শেষ হচ্ছে ‘হাওয়া’র বিরুদ্ধে করা মামলা
২৮ আগস্ট ২০২২ ২০:৩৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ২২:০৫
ঢাকা: সমঝোতার মাধ্যমে শেষ হচ্ছে ‘হাওয়া’ সিনেমায় বন্য প্রাণী ব্যবহারের বিরুদ্ধে মামলা। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে ‘হাওয়া’ সিনেমার পরিচালকের আপস নিষ্পত্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দায়ের করা মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৮ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৪৩ অনুযায়ী মামলাটি আপসযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক আজ বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। মাননীয় আদালত মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি গ্রহণ করে শুনেছেন এবং পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছেন।
উল্লেখ্য, সিনেমায় আইন লঙ্ঘন করে বন্য প্রাণী ব্যবহার করায় এর বিরুদ্ধে আদালতে মামলা করে বন বিভাগ।
সারাবাংলা/জেআর/পিটিএম