Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু মিছিল-মিটিং করার অধিকারই কি মানবাধিকার— প্রশ্ন খালিদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২০:২৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ২০:৩০

খালিদ মাহমুদ চৌধুরী, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: শুধু মিছিল-মিটিং করার অধিকারই মানবাধিকার কি না— এমন প্রশ্ন তুলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ প্রশ্ন করেন। নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ‘ফ্রেইট ফরওয়ার্ডিং এবং লজিস্টিক সেক্টরের দক্ষতা উন্নয়ন’ ও ‘ইন্ড্রাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক লজিস্টিক ডিপ্লোমা কোর্সের প্রি-লঞ্চিং অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

বিজ্ঞাপন

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকদিন ধরে বাংলাদেশে মানবাধিকার নিয়ে খুব কথা হচ্ছে। মানবাধিকার নিয়ে নানা কথা বলে বাংলাদেশকে খাটো করা হচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তাও এসে মানবাধিকার নিয়ে কথা বলে গেছেন। আমার তাদের কাছে জানতে ইচ্ছে করে- মানবাধিকার আসলে কি? শুধু মিছিল-মিটিং করার অধিকারই কি মানবাধিকার? দেশে তো বাকস্বাধীনতা আছে, মানবাধিকার বিষয়ে জাতিসংঘের যেসব নির্দেশনা আছে বাংলাদেশ সেগুলো প্রতিপালন করছে, তাহলে মানবাধিকারের কথা বলে বাংলাদেশকে খাটো করা হচ্ছে কেন?’

‘মানবাধিকার হচ্ছে সেই অধিকার যা জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে সন্নিবেশিত করে গেছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা— একজন নাগরিকের জন্য এগুলোই মৌলিক অধিকার। আমি নিজের চোখে দেখেছি- একসময় উত্তরবঙ্গের মানুষ না খেয়ে মারা গেছে। এখন তো সেই অবস্থা নেই। প্রধানমন্ত্রীর সুচিন্তিত সিদ্ধান্তের কারণে উত্তরবঙ্গে এখন মঙ্গা নেই।’

খালিদ মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করেছেন। ভূমি অধিকার নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দেশে এখন পরিকল্পিত উন্নয়ন হচ্ছে। ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের প্রসার ও আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিযোগিতা মোকাবেলায় শিক্ষাকে সময়োপযোগী করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে সরকার। বাংলাদেশ বদলে যাচ্ছে এটাই আজকের বাস্তবতা।’

বিজ্ঞাপন

বাফা সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়াম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বাফার সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আসিফ এ চৌধুরী, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটির চিফ অব পার্টি মার্ক শাইম্যান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয়েছে, বাফা ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যৌথভাবে ডিপ্লোমা ইন লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্স চালু করতে যাচ্ছে। এতে সহযোগিতা দিচ্ছে ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটি।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর