Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনিনসুলায় ক্ল্যাসিক ডাইনিং উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২৮ আগস্ট ২০২২ ১৯:১৯

চট্টগ্রাম ব্যুরো : সুউচ্চ ভবনের ১৫ তলা থেকে দেখা যাবে পর্যটন শহরের রূপবৈচিত্র্য। সুবিশাল ফ্লোর সাজানো নান্দনিক নকশায়। আছে হরেক রকমের দেশি-বিদেশি বৈচিত্র্যময় খাবারের সমাহার। পিয়ানোর সুরে স্বাগত জানানো হবে অতিথিদের।

অতিথিদের জন্য মনকাড়া এত আয়োজন নিয়ে চট্টগ্রামে একটি রেস্তোরাঁ সাজিয়েছে অভিজাত হোটেল দি পেনিনসুলা চিটাগং। শনিবার (২৭ আগস্ট) রাতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ‘সিররাস স্কাই ডাইনিং মাল্টি কুইজিন রেস্টুরেন্ট’ নামে নতুন এই প্রতিষ্ঠানের।

বিজ্ঞাপন

চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনদের নিয়ে রেস্তোঁরার উদ্বোধন করেন পেনিনসুলার চেয়ারম্যান মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক সুমেধা গুণবর্ধন।

সিররাস স্কাই ডাইনিং সম্পর্কিত আরও প্রশ্ন এবং বুকিংয়ের জন্য ফোন করতে হবে 01755554604 নম্বরে।

সারাবাংলা/আরডি/একে

ডাইনিং উদ্বোধন পেনিনসুলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর