Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওদের দাবড়াইয়া ঘরে ওঠাতে পারলে নৈরাজ্যের নাম মুখে নেবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ১৮:৪২ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ২১:২৬

ঢাকা: বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে ছাত্রলীগকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেছেন, রাস্তায় যদি নৈরাজ্য হয় তাহলে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে আঙুল দিয়ে বসে থাকবে না। তারাও প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। এইবার যদি ওদেরকে (বিএনপি) দাবড়াইয়া ঘরে ওঠাতে পারেন জীবনে আর কোনোদিন নৈরাজ্যের নাম মুখে নেবে না।

রোববার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান বক্তা হিসাবে আব্দুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ফেরতের প্রশ্নে বিশ্বের অন্যান্য দেশও তাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মানবিক কারণে জায়গা দিয়েছি। কিন্তু সেই রোহিঙ্গাদের প্রিয় স্বদেশ ভূমিতে তাদের ফেরত নিতে হবে। বিএনপির এখানে কোনো কথা নাই।’

বিএনপি তেল গ্যাস জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় অভিযোগ করে আব্দুর রহমান বলেন, ‘ইংল্যান্ডে ৮০শতাংশ গ্যাস এবং তেলের দাম বাড়িয়েছে। সুতরাং এই বৈশ্বিক পরিস্থিতিতেও শেখ হাসিনার মতো যোগ্য বিচক্ষণ নেতা এই জাতির নেতৃত্বে দিচ্ছেন বলেই বাংলাদেশ আজও কোনো সংকটে পড়েনি। বাংলাদেশ কখনোই সংকটে পড়েবে না।’

আব্দুর রহমান বলেন, ‘ইভিএম নিয়ে তারা নানারকম কথাবার্তা বলছে। আপনাদের তো পোলিং এজেন্ট থাকবে। আপনাদের তো ওখানে লোক থাকবে। তাহলে সেখানে অসুবিধা কী? অসুবিধা হলো এক জায়গায়- বিএনপি কোনোদিনও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। জিয়াউর রহমান সায়েমের বুকে পিস্তল ঠেকিয়ে সেদিন স্বঘোষিত রাষ্ট্রপতি হয়েছিল, হ্যাঁ-না ভোট করেছিল। এরপর ১৯৯১ সালে দেশি-বিদেশি চক্রান্তে বিএনপি কারচুপি করে ক্ষমতায় এসেছিল। ২০০১ সালে বাংলাদেশের গ্যাস ভারতে রফতানি করবে এই মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। ওরা কখনোই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে নাই। তাই ওরা নির্বাচনে ভয় পায়।’

বিজ্ঞাপন

এই দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন বর্তমান কমিশনের অধীনেই হবে জানিয়ে আব্দুর রহমান বলেন, ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার রাস্তা বন্ধ। নৈরাজ্য করে, সন্ত্রাস করে, আন্দোলনের নামে রাস্তাঘাট অবরোধ করার হুমকি দিয়ে, ক্ষমতায় আসতে পারবেন না। জামায়াতে ইসলামের একটা বড় উইকেট পড়ে গেছে। আজই জামায়াত বলেছে, আমরা বিএনপি জোটের সাথে আর নাই।’

নৈরাজ্য করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ‘আর রাস্তায় যদি নৈরাজ্য হয় তাহলে ছাত্রলীগ মুখে আঙুল দিয়ে বসে থাকবে না। তারাও প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। কেবল এখানে ঠিক ঠিক বললে হবে না। প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নিয়ে এইবার যদি ওদের দাবড়াইয়া ঘরে ওঠাতে পারেন জীবনে আর কোনোদিন নৈরাজ্যের নাম মুখে নেবে না। আন্দোলনের নামে রাস্তঘাট অবরোধের কথা মুখেও উচ্চারণ করবে না।’

ছাত্রলীরে নেতাকর্মীদের সেই প্রস্তুতির আহ্বান জানান এবং শোককে শক্তিতে রূপান্তরিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ আব্দুর রহমান ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর