সিলেটে ২৩টির মধ্যে কাজে ফিরেছে ৯ বাগানের চা শ্রমিক
২৮ আগস্ট ২০২২ ১৮:১৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ১৯:৪৫
সিলেট: প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে রোববার (২৮ আগস্ট) দুপুর থেকে সিলেটের ২৩টি বাগানের মধ্যে ৯টি বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আরও ১৪টি বাগানের শ্রমিকরা আগামীকাল সোমবার থেকে কাজে নামবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
৩০০ টাকা মজুরির দাবিতে গত ১৯ দিন কর্মবিরতিসহ আন্দোলন করেছেন চা শ্রমিকরা। দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনার পরও আন্দোলনের সফলতা পাননি। অবশেষে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা মজুরিতে আজ থেকে কাজে যোগ দিয়েছেন চা বাগানের শ্রমিকরা।
সিলেট ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইতিবাচক। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিলেটের চা শ্রমিক ইউনিয়ন নেতারা।’
সিলেটে তারাপুর চা বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে। এখন গত ১৯ দিন ধরে চা বাগানে কাজ না হওয়ার ক্ষতি কাটিয়ে ওঠতে চেষ্টা চালানো হবে।
এদিকে, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন চা শ্রমিকরা।
সারাবাংলা/এমও