‘ইচ্ছে করলে সাড়ে ১৩ বছরে আপনাদের পিষে দিতে পারতাম’
২৮ আগস্ট ২০২২ ১৭:৪৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ১৮:৪৪
ঢাকা: বিএনপি-জামায়াতের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা ইচ্ছে করলে আপনাদের এই সাড়ে ১৩ বছরে পিষে দিতে পারতাম। আর কোনোদিন সোজা হতে পারতেন না। কিন্তু আমাদের নেত্রী গণতন্ত্র ও সহাবস্থানে বিশ্বাস করেন বলে তা করতে দেননি।
রোববার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘তারা আজ বলেন বাক স্বাধীনতা নাই। সকাল আটটা থেকে রাত দেড়টা পর্যন্ত কথা বলতেই থাকেন আমাদের বিরুদ্ধে। তারপরও এই বেহায়া নির্লজ্জরা বলে দেশে গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই।’
বিএনপি-জামায়াত জোটের আমলে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, মমতাজ উদ্দিনসহ দলের বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন সাবেক প্রতিমন্ত্রী নানক। ছাত্রলীগের নেতাকর্মীদের রাজপথে আন্দোলন সংগ্রাম মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সাবেক তিনি বলেন, ‘ওরা আবার হুঙ্কার দিচ্ছে। বিএনপির সঙ্গে জামায়াত আছে, না জামায়াতের সঙ্গে বিএনপি আছে, না বিএনপিকে ছেড়ে জামায়াত গিয়েছে- এই বিষয় আমার কাছ গণ্য নয়। রসুনের গোড়া এক জায়গায়।’
তিনি আরও বলেন, ‘ওদের চরিত্র এক, ওদের লক্ষ্য এক। ওদের লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা। যে দল নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়া।’ তাই ছাত্রলীগের এই প্রজন্মের কাছে বিরাট দায়িত্ব রয়েছে বলে মনে করেন নানক।
তিনি বলেন, ‘শেখ হাসিনা সব হারিয়ে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত দেশের সেবা করে যাচ্ছেন। সেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, তাকে নিরাপদ রাখা এবং তার নিরাপত্তা বিধান করা আমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।’
বিএনপিরে উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে আসেন। আগামী সংসদ নির্বাচনে দেখেন না জনপ্রিয়তা কার কতখানি আছে? জনগণ ওই ধ্বংসলীলার পক্ষে, অগ্নিসন্ত্রাসের পক্ষে, সন্ত্রাসীদের পক্ষে রায় দেয় না না শান্তির পক্ষে রায় দেয়। জনগণ আগুন সন্ত্রাসীদের পক্ষে রায় দেবে না। রায় দেবে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে। সেটির প্রমাণ হবে আগামী নির্বাচনে।’
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এই প্রজন্ম পঁচাত্তরের ১৫ আগস্ট দেখেননি, এই প্রজন্ম ২১ আগস্ট গ্রেনেড হামলা দেখেননি, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দেখেনি, এই প্রজন্ম জিয়াউর রহমানের অত্যাচার নির্যাতন দেখেননি, এই প্রজন্ম হাওয়া ভবনের কর্তা তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে রক্তের হোলি খেলা দেখেনি। কিন্তু আপনাদের জানতে হবে, বুঝতে হবে সমাজ শত্রু বা জনগণের স্বার্থবিরোধী কারা।’
ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম