Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জব্দ মালামাল সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ১৭:০২

ঢাকা: মালখানা ও থানায় অনিরাপদভাবে থাকা জব্দ মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে আইন সচিব, জন নিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটকারী পাঁচ আইনজীবী হলেন- মোহাম্মদ নোয়াব আলী, মো. মুজাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না) ও ইমরুল কায়েস।

বিচারপতি মো. ‍মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি সাংবাদিকদের বলেন, ঢাকাসহ দেশের সব আদালত ও থানা এলাকায় জব্দকৃত মালামাল বছর বছর পড়ে থাকতে দেখা যায়। এসব মালামাল নিয়ে এমন অব্যবস্থাপনা সারা দুনিয়ার আর কোথাও আমরা দেখা যায় না।

জব্দকৃত মালামাল এভাবে বছর বছর পড়ে থাকার পরে সেটা রাষ্ট্রেরও কাজে লাগে না আর মালিকেরও কাজে লাগে না।

এসব বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু নোটিশ পাওয়ার পরও তাদের কোনো জবাব আসেনি। যে কারণে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ থানায় মালামাল হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর